স্বাগতম ঢাকাস্থ আক্কেলপুরবাসী…

প্রত্যাশার উচ্ছাসে মিলেছি প্রাণের বন্ধনে ঢাকার বুকে একটুকরো আক্কেলপুর তৈরিতে

“ঢাকাস্থ আক্কেলপুরবাসি” ঢাকার বুকে এক খন্ড আক্কেলপুর। আক্কেলপুর উপজেলা কেন্দ্রীক যারা ঢাকায় বসবাসরত তাদের সকলের আগ্রহ ও সদ্বিচ্ছার মাধ্যমে খুবই ক্ষুদ্রাকারএ প্রায়ই ঢাকার কার্জন হলের বারান্দায় ও খোলা মাঠে নিজ উদ্যোগে একত্র হওয়া হত। উপস্থিত সকলের আগ্রহে ফেসবুক এ একটা গ্রুপ খোলার আগ্রহ প্রকাশ করা হয়। গ্রুপ টির নাম (ঢাকাস্থ আক্কেলপুরবাসি)প্রস্তাবনা ও খোলা থেকে শুরু করে প্রাথমিক নিরাপত্তা বিষয়ক কাজ করেন ঢাকা ভার্সিটির আই বি এ তে অধ্যয়নরত মেধাবী ছাত্র সৌমিক সাবিক চৌধুরী, এবং এর পরিচালনার জন্য দুই সদস্য বিশিষ্ট এডমিন করে দিয়ে নিজে সাধারণ সদস্য হিসেবে অবস্থান করেন। পরবর্তীকালে এটাকে সামনে এগিয়ে নিতে একজন শক্তিশালি সংগঠক এর প্রয়োজন পড়ে (যিনি সৎ, যার সকলের কাছে গ্রহন যোগ্যতা আছে, এবং যার আগ্রহ ও কাজ করার ইচ্ছা শক্তিই সংগঠন কে এগিয়ে নিয়ে যাবে) এ লক্ষে বড়ভাইদের ঢাকার ধানমন্ডি স্টার কাবাব এ আসার আহ্বান করা হয়, এবং সকলেই অাগ্রহ নিয়ে উপস্থিত হন। সকলে মিলে অনেক আগ্রহ নিয়ে একটি বড় আকারে “ঢাকাস্থ আক্কেলপুরবসির”অাত্নপ্রকাশ এর ইচ্ছে পোষণ করেন। আমরা সকলেই জানি দায়িত্বশীলরা কখনোও পিছে তাকান না, তেমনই আমরা একজন দায়িত্বশীল সংগঠক হিসেবে পেয়ে যাই মোহাম্মদ আবুলবাসার রিপনভাই কে। শুরু থেকেই উনি সকলকে এক থাকার পরামর্শ দিয়ে গেছেন, এবং অনেক ঝড় ও বাধা কিভাবে মোকাবেলা করতে হয় তা তিনি শিখিয়েছেন, সংগঠন এ কর্মী হিসেবে মেরিন, সুমন,রংগন,আল-আমিন,অভি,কানন, সাগর, বিশ্বজিত রনি,মাসুদ রানা,মামুন,তৌহিদ,সকলকে অনুপ্রেরণা যুগিয়েছেন নিঃস্বার্থ ভাবে কাজ করার জন্য। সকলের মতামত কে বিচার-বিশ্লেষণ ও ইজমার মাধ্যমে স্বীদ্ধান্ত গ্রহনের মধ্যমে এখনও সংসঠন টি সফলতার সাথে এগিয়ে যচ্ছে। তিনি কঠোরভবেএটাও বলেন এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী একটি সংগঠন।


“ঢাকাস্থ আক্কেলপুরবাসী” একটি অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন, যা ঢাকায় বসবাসরত জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয়েছে।


সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম

“ঢাকাস্থ আক্কেলপুরবাসী” সংগঠনটি ঢাকায় বসবাসরত আক্কেলপুর উপজেলার প্রবাসীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেমন: মিলনমেলা, ইফতার মাহফিল, শিক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়াও, সংগঠনটি আক্কেলপুর উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করে থাকে।